উত্তরঃ ২০ রামাযান দিবাগত সন্ধ্যার পূর্বে ই‘তেকাফের জন্য মসজিদে প্রবেশ করতে হবে (ফিক্বহুস সুন্নাহ)। নবী করীম (ছাঃ) রামাযানের শেষের দশকে ই‘তেকাফ করতেন। আর শেষের দশক শুরু হয় ২০ রামাযান দিনের শেষ থেকে (ঐ)। ছিয়াম অবস্থায় জুম‘আ মসজিদে ই‘তেকাফ করতে হবে (আবুদাঊদ, মিশকাত হা/২১০৬)। শাওয়ালের চাঁদ দেখা গেলে মাগরিবের পর ই‘তেকাফ শেষ হবে (ফিক্বহুস সুন্নাহ)।