
উত্তর : বেশ কিছু পাপ রয়েছে যাতে লিপ্ত হ’লে মানুষের রিযিকে বরকত কমে যায়। যেমন- (১) যেনায় লিপ্ত হওয়া (ইবনু মাজাহ হা/৪০১৯; ছহীহুত তারগীব হা/৭৬৫)। (২) মাপে বা ওযনে কম দেওয়া (ছহীহাহ হা/১০৬)। ৩. আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করা (ছহীহাহ হা/৪০০৯)। ৪. যাকাত না দেওয়া (ছহীহাহ হা/৪০০৯)। (৫) সূদ খাওয়া (বাক্বারাহ ২/২৭৬)। ৬. মিথ্যা কসম করা (ছহীহাহ হা/৯৭৮)। ৭. মিথ্যা কথা বলা (বুখারী হা/২০৭৯)। (৮) আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা (ছহীহাহ হা/৯৭৮)। (৯) হজ্জ ও ওমরা না করা (তিরমিযী হা/৮১০; ছহীহাহ হা/১১৮৫)। (১০) হারাম ও অবাধ্যতায় লিপ্ত হওয়া (ত্বোয়াহা ২০/১২৪)। এগুলো ছাড়াও আরো কিছু অপকর্ম রয়েছে যার কারণে সম্পদ কমে যেতে পারে।
প্রশ্নকারী : আব্দুল্লাহ রুতবান, লালমণিরহাট।