উত্তর :
সৃষ্টির সূচনা সম্পর্কে আল্লাহই সর্বাধিক অবগত। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
আল্লাহ তা‘আলা ছিলেন। তাঁর পূর্বে কিছুই ছিল না। পানির ওপরে তার আরশ ছিল।
অতঃপর তিনি আসমান ও যমীন সৃষ্টি করেন। প্রতিটি বস্ত্তই লাওহে মাহফূযে
লিপিবদ্ধ ছিল (বুখারী, মিশকাত হা/৫৬৯৮)।
নূর দ্বারা ফেরেশতাদেরকে, অগ্নিশিখা দ্বারা জিনদেরকে এবং মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করা হয়েছে (মুসলিম, মিশকাত হা/৫৭০১)। নবী-রাসূলগণ এবং শেষনবী মুহাম্মাদ (ছাঃ) মাটির সৃষ্টি (ফুছছিলাত ৬; কাহফ ১১০)।
আল্লাহ সর্বপ্রথম তাঁর নূর হ’তে মুহাম্মাদ (ছাঃ)-এর নূর সৃষ্টি করেন। আর সেই নূর থেকেই আরশ সহ সমস্ত জগৎ সৃষ্টি করেন (কাশফুল খাফা হা/৮২৭) বলে যে কথা চালু আছে, তা মিথ্যা ও বানোয়াট (আব্দুল হাই লাক্ষ্ণৌভী হানাফী, আল-আছারুল মারফূ‘আহ ফিল আখবারিল মাওযূ‘আহ, পৃঃ ৪৩)।