
উত্তর : ফজরের আযানে ‘আছ-ছালাতু খায়রুম মিনান নাউম’ বলা সুন্নাত। অতএব কেউ ভুলে উক্ত বাক্য ছেড়ে দিলে আযান শুদ্ধ হবে ইনশাআল্লাহ (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/১৭৬)। তবে আযান শেষেই মনে পড়লে উক্ত বাক্য পাঠ করে আযানের বাকী অংশ পাঠ করে আযান শেষ করবে। আবার কেউ চাইলে পুনরায় আযানও দিতে পারে (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ৬/৩৪১)।
প্রশ্নকারী : আব্দুল্লাহ, বাসাইল, টাঙ্গাইল।