
উত্তর : আক্দ তথা ঈজাব ও কবূল সম্পন্ন হ’লেই স্ত্রীর সাথে নির্জনবাস জায়েয। কারণ খুৎবার পরে দুইজন সাক্ষীর উপস্থিতিতে অলীর প্রস্তাবের ভিত্তিতে বর কবুল বললেই বিবাহ সম্পন্ন হয়ে যায় (ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৯/২৭১)।
প্রশ্নকারী : জাবেদ হোসাইন, অক্সিজেন মোড়, চট্টগ্রাম।