উত্তর : শরী‘আত দু’টি বস্ত্ত খাওয়া নিষিদ্ধ। (১) যা মাদকতা আনে (মুসলিম, মিশকাত হা/৪২৯১)। (২) যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর (ইবনু মাজাহ, ছহীহাহ হা/২৫০)।
কফির উৎস একপ্রকার ফলের বীজ থেকে। এটি পানে ঝিমুনি ভাব কেটে গিয়ে শক্তির
মাত্রা বৃদ্ধি পায়। এতে মাদকতা আসে না এবং মানব দেহের কোন ক্ষতিও করে না।
অতএব এটি হারাম নয় (উছায়মীন, ফাতাওয়া নূরুন ‘আলাদ দারব, অডিও রেকর্ড নং ৩৩৩)।