
উত্তর : আল্লাহর সৃষ্টিজীব হিসাবে পশু-পাখির জন্যও দো‘আ করা যায় এবং তাদের চিকিৎসায়ও ঝাঁড়-ফুঁক করা যায়। আব্দুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) পশু-পাখির চিকিৎসা করতেন সে সকল দো‘আ পাঠ করে যে দো‘আসমূহ মানুষের চিকিৎসার জন্য পাঠ করতেন (মুছান্নাফে ইবনু আবী শায়বাহ হা/২৯৩৮৯)। হানযালা (রাঃ) মানুষের পাশাপাশি পশু-পাখির জন্য দো‘আ পাঠ করে চিকিৎসা করতেন (মুসনাদে আহমাদ হা/২০৬৮৪; ছহীহাহ হা/২৯৫৫-এর আলোচনা দ্রষ্টব্য)।
প্রশ্নকারী : মোকাদ্দেস হোসাইন, বদরগনজ, রংপুর।