উত্তর : সুন্নাত ছালাতের ক্বাযা আদায় করাও সুন্নাত। রাসূল (ছাঃ) সুন্নাত ছালাতের ক্বাযা আদায় করেছেন এবং অন্যকে সম্মতিও দিয়েছেন (আবূদাঊদ হা/১২৬৭, বুখারী, ‘ছালাতের ওয়াক্তসমূহ’ অধ্যায়, ৩৩ অনুচ্ছেদ)। তবে অবজ্ঞা না করে অলসতা বা কোন কারণ বশতঃ সুন্নাত ছেড়ে দিলে গুনাহগার হবে না। কারণ এটা অতিরিক্ত ছালাত (বুখারী, মুসলিম, মিশকাত হা/১৬)।