
উত্তর : সকল ভাষা আল্লাহর সৃষ্টি হ’লেও আরবী আল্লাহর বিশেষভাবে নির্বাচিত ভাষা। এই ভাষায় তিনি কুরআন নাযিল করেছেন এবং এই কুরআনকে বিশ্ববাসীর হেদায়াতের বাহক হিসাবে নির্ধারণ করেছেন। তাছাড়া পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদ (ছাঃ)ও আরবী ভাষী ছিলেন। আল্লাহ তা‘আলা বলেন, ‘আমরা উক্ত কিতাব নাযিল করেছি আরবী ভাষায় কুরআন রূপে, যাতে তোমরা বুঝতে পার’ (ইউসুফ ১২/০২)। আর রাসূলুল্লাহ (ছাঃ) উত্তম নাম হিসাবে নির্বাচন করেছেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, হারেছ ও হাম্মাম, যা আরবী (ছহীহুল জামে‘ হা/১৬১, ১৬২, ১৫৩৪,৩২৬৯)। তবে অন্য ভাষায় সুন্দর অর্থবোধক নাম রাখলে গুনাহ হবে না ইনশাআল্লাহ (তোহফাতুল মাওদূদ, পৃ. ১১১-১১৫)।
প্রশ্নকারী : সাবিবর আহমাদ, ঢাকা।