
উত্তর : লেপ, বালিশ, তোষক বা এজাতীয় কাপড়ে পেশাব লেগে তা রোদ-বাতাসে শুকানোর পরে কোন গন্ধ না থাকলে তা ব্যবহারে দোষ নেই। তবে সেখানে ছালাত আদায় করতে চাইলে তার উপর পবিত্র কাপড় বা মুছাল্লা বিছিয়ে ছালাত আদায় করবে। সর্বোপরি যে কাপড়গুলো ধোয়া সম্ভব সেগুলো ধুয়ে রোদ-বাতাসে শুকিয়ে নেওয়াই নিরাপদ (ইবনু তায়মিয়াহ, ফাতাওয়াল কুবরা ৫/৩১২; ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১১/৮৭)।
প্রশ্নকারী : জাদীদ, ঢাকা।