
উত্তর : এক্ষেত্রে গোসল আবশ্যক হওয়ার বিষয়টি অধিক শক্তিশালী দলীল দ্বারা প্রমাণিত। আল্লাহ তা‘আলা বলেন, আর তাদের নিকটবর্তী হয়ো না পবিত্র না হওয়া পর্যন্ত (বাক্বারাহ ২/২২২)। অত্র আয়াতের পবিত্রতা বলতে গোসলকে বুঝানো হয়েছে (মুছান্নাফ আব্দুর রায্যাক হা/১২৭২)।
প্রশ্নকারী : মুযযাম্মিল, ঢাকা।