উত্তর :
উভয় পক্ষ পরস্পরে জানাশোনা ও বিশ্বস্ত হ’লে মেয়ের অভিভাবকের উপস্থিতিতে
দুইজন ন্যায়নিষ্ঠ সাক্ষীর সামনে মোবাইলের মাধ্যমে ছেলে সম্মতি প্রকাশ করলে
বিবাহ সিদ্ধ হবে (আবুদাউদ, তিরমিযী, মিশকাত হা/৩১৩০; ইরওয়াউল গালীল ৬/২৪০)। কারণ বিবাহের রুকন হ’ল ঈজাব ও কবুল, আর শর্ত হ’ল- উভয়ের সম্মতি (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩১২৬)।
তাই উক্ত রুকন ও শর্ত পাওয়া গেলে বিবাহ হয়ে যাবে। আর টেলিফোন ও মোবাইলেও
তা সম্ভব। তবে কোনরূপ ধোঁকার আশ্রয় নিলে বিবাহ বাতিল হবে।