উত্তর : সূরা
তওবার প্রথমে বিসমিল্লাহ রাখার জন্য জিবরীল (আঃ) কোন বিধান নিয়ে অবতীর্ণ
হননি। ঐ অবস্থায় রাসূল (ছাঃ)-এর মৃত্যু হয়ে যায়। ফলে সূরা আনফাল ও তওবাহর
বিষয়বস্ত্ত কাছাকাছি হওয়ায় হযরত ওছমান (রাঃ) উভয়ের মাঝে বিসমিল্লাহ লেখেননি
(ইবনু কাছীর; তিরমিযী, মিশকাত হা/২২২২)। সকল ছাহাবী সেটা মেনে নিয়েছিলেন। অতএব এটি ইজমায়ে ছাহাবা হিসাবে গৃহীত।