
উত্তর : টয়লেটের বাইরে কেউ কুরআন তেলাওয়াত করলে বা কোন ডিভাইসে বাইরে তেলাওয়াত চালানো থাকলে টয়লেটে প্রবেশ করে কুরআন শ্রবণ করলে তা দোষণীয় নয়। কারণ টয়লেটে কুরআন তেলাওয়াত করতে নিষেধ করা হ’লেও শুনতে নিষেধ করা হয়নি। উল্লেখ্য যে, কোন কোন সালাফ গোসলখানা বা টয়লেটের ভিতর থেকে কুরআন তেলাওয়াত শুনেছেন মর্মে বর্ণিত হয়েছে (সিয়ারু আ‘লামিন নুবালা ১৩/২৫১; ইবনুল ক্বাইয়িম, রওযাতুল মুহিববীন পৃ. ৬৫)।
প্রশ্নকারী : আহমাদ শু‘আইব, নিয়ামতপুর, নওগাঁ।