উত্তর :
আয়াতটি রাসূল (ছাঃ)-কে উদ্দেশ্য করে অবতীর্ণ হয়েছে। মুফাস্সিরগণ এই আয়াতের
বিভিন্ন তাফসীর করেছেন, যেমন ইবনু আববাস (রাঃ) এই আয়াতের তাফসীরে বলেন,
দুনিয়ায় বেশী পাওয়ার আশায় তুমি দান করো না। মুজাহিদ বলেন, নিজের আমলকে
তুমি এমনভাবে বড় করে দেখ না যে, তুমি অনেক ভাল কাজ করছ। কারও মতে, তুমি লোক
দেখানোর জন্য কোন ভাল কাজ করো না (কুরতুবী, অত্র আয়াতের তাফসীর দ্রষ্টব্য)। নাছের সা‘দী বলেন, কোন মানুষের প্রতি অনুগ্রহ করার পর আল্লাহ ব্যতীত অন্য কারো নিকট তার প্রতিদান কামনা করো না (তাফসীর নাছের সা‘দী)।