51 বার পঠিত
উত্তর : কুরআন তেলাওয়াতের জন্য হিজাব শর্ত নয়। তবে কুরআনের আদব রক্ষার্থে উত্তম ও তাক্বওয়ার পোষাক পরিধান করা মুস্তাহাব (ওছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১/৪২০; আল- ফাতাওয়াল জামে‘আ লিল মারআতিল মুসলিমাহ ১/২৪৯)।
প্রশ্নকারী : আব্দুস সাত্তার, ময়মনসিংহ।