উত্তর : জীবন বীমা সেক্টরে চাকুরী করা যাবে না। কারণ এর কার্যক্রম সূদী। আর পাঁচ বছর পরে সেক্টর পরিবর্তনের বিষয়টি ভবিষ্যতের সাথে সংশ্লিষ্ট। আর জীবনকে ভবিষ্যতের সাথে জড়িয়ে হারামে প্রবেশ করা সঠিক নয়। কারণ মৃত্যু যেকোন সময় চলে আসতে পারে। ছাহাবী আব্দুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) বলেন, যারা সূদ খায়, সূদ দেয়, সূদের হিসাব লেখে এবং সূদের সাক্ষ্য দেয়, রাসূলুল্লাহ (ছাঃ) তাদের উপর লা‘নত করেছেন এবং অপরাধের ক্ষেত্রে এরা সকলেই সমান’ (মুসলিম, মিশকাত হা/২৮০৭)।
প্রশ্নকারী : পাপ্পু* হোসাইন, নন্দীগ্রাম, বগুড়া।
[*আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]