উত্তর : অনতিবিলম্বে বিবাহ বিচ্ছেদ করে আলাদা হয়ে যেতে হবে। কারণ দুধ বোন নিজ বোনের সমতুল্য। রাসূল (ছাঃ)-এর সাথে তার দুধ বোনের বিয়ে দিতে চাইলে তিনি বলেন ‘দুধ পানের সম্পর্ক দ্বারা ঐসব লোক হারাম হয়ে যায় যারা রক্ত সম্পর্ক দ্বারা হারাম হয়’ (বুখারী হা/২৬৪৫; মুসলিম হা/১৪৪৫)। তবে এটা নিশ্চিত হ’তে হবে যে, দুই বছর বয়সের মধ্যে অন্ততঃ পাঁচবার পৃথক পৃথক বৈঠকে তাকে পূর্ণভাবে দুধপান করানো হয়েছে (উছায়মীন, আশ-শারহুল মুমতে‘ ১২/১১৪)। উল্লেখ্য যে, এক্ষেত্রে সন্তান থাকলে তারা ওয়ারিছ হিসাবে তাদের পিতা-মাতার সম্পদ পাবে (ইবনু তায়মিয়াহ, মাজমূ‘উল ফাতাওয়া ৩৪/১৩)।
প্রশ্নকারী : ইযহারুল ইসলাম, হাটিকুমরুল, সিরাজগঞ্জ।