উত্তর : তারাবীহ ছালাতই নফল ছালাত। কাজেই সেই ছালাতের কিছু অংশকে সুন্নাত আর কিছু অংশকে নফল বলার অবকাশ নেই। ৩০ পারা তেলাওয়াত শোনার আশায় এরূপ করারও প্রয়োজন নেই। কেননা তারাবীহ ছালাত ৮ রাক‘আত যা ছহীহ হাদীছ দ্বারা প্রমাণিত (বুখারী হা/২০১৬)। ২০ রাক‘আত তারাবীহ সম্পর্কে বর্ণিত হাদীছ জাল। তাই নেকী অর্জনের জন্য সুন্নাত পরিত্যাগ না করে ৮ রাক‘আত পড়ে তারাবীহ শেষ করাই উত্তম হবে।