উত্তর : উক্ত পেনশনের টাকা সাবেক ব্যাংক কর্মকর্তার জন্য ভোগ করা জায়েয হবে না। কারণ উক্ত টাকার মূল ভিত্তি সূদী ব্যাংকের সাথে সংশ্লিষ্ট। তবে উক্ত টাকা তুলে জনকল্যাণমূলক কাজ যেমন কালভার্ট বা রাস্তা নির্মাণ, ইয়াতীম খানা পরিচালনা, কূপ খননসহ যেকোন জনহিতকর কাজে নেকীর আশা ছাড়াই খরচ করতে পারে (বিন বায, মাজমূ‘ ফাতাওয়া ১৯/৩৬৭; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৫/৩৮)।
প্রশ্নকারী : ছাবিবর আহমাদ, পশ্চিমবঙ্গ, ভারত।