উত্তর : এগুলো সাধারণ খাদ্য। আর সাধারণ খাদ্য বিক্রয় করা দোষণীয় নয়। তবে শরীরের জন্য অতিরিক্ত ক্ষতিকর প্রমাণিত হ’লে উক্ত পণ্য বিক্রয় করা যাবে না। আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীগণ! আমরা তোমাদের যে রূযী দান করেছি, সেখান থেকে হালাল ও পবিত্র বস্ত্ত সমূহ ভক্ষণ কর’ (বাক্বারাহ ২/১৭২)। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘কেউ অপরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না এবং অপরকে ক্ষতিগ্রস্ত করবে না’ (ইবনু মাজাহ হা/২৩৪০; ছহীহাহ হা/২৫০)।
প্রশ্নকারী : লুৎফাতুল ইসলাম, মনোহরগঞ্জ, কুমিল্লা।