উত্তর : মোবাইল মেসেজের মাধ্যমে এক সাথে তিন তালাক এক তালাক হিসাবে গণ্য হয়েছে (মুসলিম হা/১৪৭২; আহমাদ হা/২৮৭৭; হাকেম হা/২৭৯৩)। আর দ্বিতীয় তালাকটি হায়েয অবস্থায় হওয়ায় তা পতিত হয়নি। এমতাবস্থায় স্বামী স্ত্রীকে ফিরিয়ে নিতে চাইলে ইদ্দতের মধ্যে সাধারণভাবে রাজ‘আত করে নিবে। আর ইদ্দতকাল (তিন তোহর) অতিবাহিত হ’লে নতুন বিবাহের মাধ্যমে সংসার করতে পারবে (বাক্বারাহ ২/২২৯; আবুদাঊদ হা/২১৯৫; ইরওয়া হা/২০৮০;বিস্তারিত দ্র. ‘হাফাবা’ প্রকাশিত ‘তালাক ও তাহলীল’ বই)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।