উত্তর : অবহেলাবশে ছালাত ত্যাগকারীর বিবাহ বন্ধন ছিন্ন হবে না। বরং কেউ যদি ছালাতের ফরযিয়াতকে অস্বীকার করে, তাহ’লে সে কাফের হয়ে যাবে এবং স্বামী-স্ত্রীর বিবাহ বন্ধন ছিন্ন হবে। যেহেতু আপনারা ছালাতকে অস্বীকার কারী ছিলেন না, সেহেতু আপনাদের মধ্যে তালাক হয়নি। এমতাবস্থায় নতুনভাবে বিবাহ পড়ানোর কোন প্রয়োজন নেই (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ১২/৫১)।
প্রশ্নকারী : ফরীদুদ্দীন মন্ডল, পশ্চিমবঙ্গ, ভারত।