উত্তর : মালের যাকাত অর্থমূল্য দিয়েই প্রদান করতে হবে। খাদ্যবস্ত্ত বা অনুরূপ কিছু দিয়ে জায়েয নয় (উছায়মীন, মাজমু‘ ফাতাওয়া ১৮/৩০৩ পৃ.)।
অতএব উক্ত ধান বা চাউল দিয়ে যাকাত প্রদান করা যাবে না। বরং তা থেকে
বিক্রয়লব্ধ অর্থ দিয়ে যাকাত দিতে হবে। তবে বিশেষ কারণ দেখা দিলে যেমন কোন
ব্যক্তি পাগল বা কমবুদ্ধিসম্পন্ন হ’লে তাকে প্রয়োজনবোধে অর্থের পরিবর্তে
পোষাক বা অনুরূপ বস্ত্ত যাকাত হিসাবে দেয়া যেতে পারে (ইবনু তায়মিয়াহ, মাজমু‘উল ফাতাওয়া ২৫/৮২ পৃ.)।