উত্তর : নতুন করে মুসলিম হ’তে হবে না। তবে আল্লাহর নিকট উক্ত পাপের জন্য খালেছ তওবা করতে হবে এবং কাযা ছালাতসমূহ আদায় করে নিতে হবে। কারণ ছুটে যাওয়া ছালাতের কাফফারা হচ্ছে উক্ত ছালাত আদায় করে নেওয়া। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, যদি কেউ কোন ছালাতের কথা ভুলে যায়, তাহ’লে যখনই স্মরণ হবে, তখন তাকে তা আদায় করতে হবে। এ ব্যতীত সে ছালাতের অন্য কোন কাফফারা নেই। কেননা আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন, ‘আমাকে স্মরণের উদ্দেশ্যে ছালাত কায়েম কর’ (তোয়াহা ২০/১৪; বুখারী হা/৫৯৭; মিশকাত হা/৬০৩)।
প্রশ্নকারী : সবুজ*, দিনাজপুর।
[আরবীতে সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]