উত্তর : স্ত্রীর বোন তথা শ্যালিকা মাহরাম না হওয়ায় তার প্রতি অন্যায় দৃষ্টিপাত বা স্পর্শ তো দূরের কথা, তার সাথে নির্জনে সাক্ষাৎ করা বা অপ্রয়োজনীয় কথাবার্তা বলাও হারাম। আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্য ও গোপন কোন অশ্লীলতার নিকটবর্তী হয়ো না’ (আন‘আম ৬/১৫১)। তিনি আরো বলেন, ‘তোমরা যেনার নিকটবর্তী হয়ো না। নিশ্চয়ই এটি অশ্লীল ও নিকৃষ্ট পথ’ (ইসরা ১৭/৩২)।
উল্লেখ্য যে, কোন পুরুষ কোন নারীকে স্পর্শ করলে বা কারো সাথে যেনায় লিপ্ত হ’লে সে পুরুষ মহাপাপী হবে। কিন্তু তার বৈধ সম্পর্কগুলি হারাম হবে না। ইবনু আববাস (রাঃ) বলেন, ‘যেনা বৈবাহিক বন্ধনকে হারাম করে না’ (মুছান্নাফ ইবনে আবী শায়বা, বায়হাক্বী, ইরওয়া ৬/২৮৭ পৃ., হা/১৮৮১)। অনুরূপই বর্ণিত হয়েছে আলী (রাঃ) থেকে (ইরওয়া ৬/২৮৮ পৃ., তা‘লীক্ব বুখারী)। সেকারণ স্ত্রী হারাম হবে কথাটি সঠিক নয়।
প্রশ্নকারী : কামরুল ইসলাম, পাবনা।