উত্তর : নূহ (আঃ)-এর সময়ে যে
মহাপ্লাবন সংঘটিত হয়েছিল সেটি ছিল সারা বিশ্বব্যাপী। প্লাবনের পর তাঁর সাথে
নৌকারোহী মুমিন নর-নারীদের মাধ্যমে পৃথিবীতে নতুনভাবে আবাদ শুরু হয়। এ
কারণে তাঁকে ‘মানব জাতির দ্বিতীয় পিতা’ বলা হয়। তিনি তাঁর সম্প্রদায়কে সাড়ে
নয় শত বৎসর দ্বীনের দাওয়াত দেওয়ার পরও ইবনে আববাস (রাঃ) এর বর্ণনা অনুযায়ী
মাত্র ৮০ জন নারী-পুরুষ ঈমান গ্রহণ করেন (কুরতুবী, ইবনু কাছীর, হূদ ৪০ আয়াতের ব্যাখ্যা)। অতঃপর তিনি আল্লাহর দরবারে এই প্রার্থনা করেন- ‘হে আমার প্রতিপালক! পৃথিবীতে বসবাসকারী কাফির কোন গৃহবাসীকে তুমি রেহাই দিয়ো না’ (নূহ ৭১/২৬)। তাঁর এ দো‘আই সমস্ত পৃথিবীব্যাপী মহাপ্লাবনের ইঙ্গিত বহন করে।