উত্তর : মিথ্যা ও প্রতারণা না থাকার শর্তে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা জায়েয এবং এ কাজে পারিশ্রমিক নেওয়াও জায়েয। বেতনের বিনিময়ে শ্রমিক কোম্পানীর কাছে শ্রম বিক্রি করে থাকে। আর শ্রমিক সরবরাহ করাও একধরনের বেচাকেনা। এই ধরনের চুক্তিতে মধ্যস্থতাকারী নির্দিষ্টহারে ইনছাফের সাথে মুনাফা গ্রহণ করতে পারবে। তবে এর মধ্যে কোন অস্পষ্টতা, ধোঁকা, প্রতারণা থাকা যাবে না (কাসানী, বাদায়ে‘উছ ছানায়ে‘ ৫/২২৩; ফাতাওয়া লাজনা দায়েমাহ ১৩/১৩০)। সেই সাথে শ্রমিকের প্রতি কোন যুলুম যাতে না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে (শানক্বীত্বী, শরহ যাদিল মুস্তাক্বনে‘ ৯/১৫৭)।
প্রশ্নকারী : আব্দুর রহীম, রিয়াদ, সঊদী আরব।