উত্তর : পরপুরুষকে দেখানোর জন্য সাবালিকা মেয়ের যেকোন অঙ্গভঙ্গি ইসলামে নিষিদ্ধ (নূর ৩১)। যারা এটা করেন ও যারা এটা সমর্থন করেন উভয়ে আল্লাহর বিধান লংঘনকারী। আর আল্লাহ কোন সীমালংঘনকারীকে ভালবাসেন না (আলে ইমরান ৫৭)। প্রকৃত অর্থে ছালাত-ছিয়াম আদায়কারী ব্যক্তি এগুলিকে কখনোই সমর্থন করতে পারেন না। অতএব ঐ মুছল্লী লোক দেখানো ছালাত আদায়কারী মাত্র’ (মাঊন ৫)। কেননা প্রকৃত মুছল্লী ব্যক্তিকে তার ছালাত যাবতীয় ফাহেশা ও মুনকার কাজ থেকে বিরত রাখে (আনকাবূত ৪৫)।