উত্তর : গোপনে বিবাহ করা যাবে না। বরং বিষয়টি অভিভাবকদের যথাযথভাবে জানাবে ও বুঝাবে। এমতাবস্থায় অভিভাবকদের কর্তব্য হচ্ছে দ্রুত বৈধভাবে বিবাহের ব্যবস্থা করা। কারণ যে বিবাহ অধিক সহজ হয় সে বিবাহে বরকত বেশী হয় (আহমাদ হা/২৪৫২২, ২৪৬৫১; ইরওয়া হা/১৯২৮-এর আলোচনা দ্রষ্টব্য)। এক্ষণে অভিভাবকেরা যদি কোনভাবেই সম্মতি না দেয় তাহ’লে মেয়ের পরবর্তী স্তরের অভিভাবকের অনুমতি সাপেক্ষে বা স্থানীয় জনপ্রতিনিধি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ব্যবস্থা করতে পারেন (ইবনু কুদামাহ, মুগনী ৭/১৫-১৭)।
প্রশ্নকারী : ওয়াকীল আব্দুল্লাহ, বসুন্ধরা, ঢাকা।