উত্তর : উক্ত মর্মে ইতিহাসে একাধিক বর্ণনা পাওয়া যায়। তবে বর্ণনগুলোর সনদে দুর্বলতা রয়েছে (তারীখু ত্বাবারী ৪/২৬৯; খলীফা বিন খাইয়াত্ব, আত-তারীখ ১৬৫ পৃ.; যাহাবী, তারীখুল ইসলাম ২/১৮২; তাক্বরীবুত তাহযীব ৪০৫ পৃ.)। দ্বিতীয়তঃ এর সনদকে গ্রহণযোগ্য ধরে নিলেও সেটি সাঈদ ইবনুল ‘আছের যুদ্ধকৌশল ছিল। কারণ তারা তাদের মধ্যে কেবল একজন লোকের নিরাপত্তা চেয়েছিল। আর তিনি সেই একজনকে নিরাপত্তা দিয়ে বাকীদের হত্যা করেন (খলীফা বিন খাইয়াত্ব, আত-তারীখ ১৬৫ পৃ.)।
প্রশ্নকারী : মুশতাক আহমাদ, মোহনপুর, রাজশাহী।