উত্তর : বিবাহ করতে পারবে। কেননা দুধ পানকারীর জন্য কেবল সংশ্লিষ্ট ব্যক্তিদের বৈবাহিক সম্পর্ক হারাম, অন্যান্য আত্মীয়দের জন্য হারাম নয় (ফাৎহুল বারী ৯/১৪১-১৪২)। রাসূল (ছাঃ) বলেন, ‘যে সকল লোককে আল্লাহ তা‘আলা বংশগত সম্পর্কের কারণে (বিবাহ করা) হারাম করেছেন, একইভাবে সে সকল লোককে দুধপানের কারণেও (বিবাহ করা) হারাম করেছেন’ (মুসলিম হা/১৪৪৭ ; মিশকাত হা/৩১৬৩)।
প্রশ্নকারী : সজীব, ঢাকা।