উত্তর :
মৃত লাশ বহনের জন্য খাটিয়া মসজিদে রাখার পিছনে কোন রহস্য নেই। সংরক্ষণের
সুবিধার জন্য এমনটি করা হ’তে পারে। তবে লাশ ঢাকার কাপড়ে আল্লাহ, মুহাম্মাদ,
সূরা হাশরের শেষ ৩ আয়াত, ত্বোয়াহা ৫৫ আয়াত, আয়াতুল কুরসী ইত্যাদি লেখা কোন
হাদীছ দ্বারা প্রমাণিত নয়। নিঃসন্দেহে এসব কর্মকান্ড বিদ‘আত যা পরিত্যাজ্য
(বুখারী, মুসলিম, মিশকাত হা/১৪০)।
প্রকাশ থাকে যে, ‘আল্লাহ’ ও ‘মুহাম্মাদ’ নামদ্বয় একই স্তরে রেখে প্রদর্শন
করা শিরক। কেননা এতে আল্লাহ এবং মুহাম্মাদ তথা সৃষ্টিকর্তা ও সৃষ্টিকে
সমমর্যাদা প্রদানের শিরকী আক্বীদা নিহিত থাকে (নাঊযুবিল্লাহ)।