উত্তর : এই যুলুমের মহাশাস্তি থেকে ক্ষমা পেতে হ’লে প্রথমে আল্লাহর নিকট খালেছ নিয়তে তওবা করতে হবে। দ্বিতীয়ত যুলুমের মাধ্যমে অর্জিত সম্পদ তার ওয়ারিছ তথা সন্তানদের ফেরত দিতে হবে। তৃতীয়ত তার কোন আত্মীয়-স্বজনের সন্ধান পাওয়া না গেলে উক্ত সম্পদ তার নামে দান করে দিতে হবে। উল্লেখ্য যে, তার ওয়ারিছ বা আত্মীয়-স্বজন জীবিত থাকলে তার সম্পত্তি দান করা যাবে না। কারণ এই সম্পত্তির মালিক এখন মাইয়েত নয় বরং তার ওয়ারিছেরা।
প্রশ্নকারী : ছাববীর, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক।