উত্তর : উক্ত
কথা ঠিক নয়। রাসূল (ছাঃ)-এর ছালাত বিভিন্ন রকমের ছিল না। সমাজে যঈফ ও জাল
হাদীছ ভিত্তিক ছালাত চালু থাকার কারণে এই ধারণা সৃষ্টি হয়েছে। যেমন পুরুষের
নাভির নিচে হাত বাঁধা আর মহিলাদের বুকে হাত বাঁধা, রাফউল ইয়াদাইন না করা,
ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়া, নীরবে আমীন বলা ইত্যাদি মর্মে যে সমস্ত
হাদীছ বর্ণিত হয়েছে, তার সবই যঈফ, জাল ও বানোয়াট। মহিলা আর পুরুষের ছালাতের
মধ্যে কোন পার্থক্য নেই এবং এমর্মে কোন ছহীহ্ হাদীছও বর্ণিত হয়নি।