উত্তর : মায়ের দুধ ছাড়া অন্য খাদ্য খাওয়া শুরু করার পূর্ব পর্যন্ত পানি ছিটিয়ে পবিত্রতা অর্জন করা যাবে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৯৭)।
অর্থাৎ মায়ের দুধ ব্যতীত অন্য খাদ্য ভক্ষণ দ্বারাই যখন সন্তানের চাহিদা
পূরণ হয়ে যাবে, সে পর্যন্ত পানি ছিটিয়ে পবিত্রতা অর্জন করা জায়েয (তুহফাতুল আহওয়াযী ১/২০২ পৃঃ; ফৎহুলবারী ১/৩২৬)।