উত্তর :
আদম (আঃ) আল্লাহকে দেখেছেন মর্মে কোন দলীল পাওয়া যায় না। আল্লাহর উপরোক্ত
বাণী অনুযায়ী দুনিয়াতে কেউই আল্লাহকে দেখতে পাবে না। তিনি নবী হৌন বা অন্য
কেউ হোক। কোন নবী-রাসূল থেকেই এটা প্রমাণিত হয়নি যে, তারা আল্লাহকে
স্বচক্ষে দেখেছেন। রাসূল (ছাঃ) স্বয়ং আল্লাহকে দেখেননি। বরং তাঁর ‘নূর’
দেখেছেন (মুসলিম, মিশকাত হা/৫৬৫৯) এবং একবার ফজরের পূর্বে তাঁকে স্বপ্নে দেখেছিলেন (তিরমিযী হা/৩২৩৪-৩৫, মিশকাত হা/৭২৫, ৭২৬, ৭৪৮)। আখেরাতে নবী-রাসূলগণ সহ প্রত্যেক মুমিন ব্যক্তি আল্লাহকে দেখতে পাবেন (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫৬৫৫)।