উত্তর : প্রতিষ্ঠানে এরূপ নিয়ম থাকলে তা মেনে নিয়ে বিলম্ব ফী দিতে হবে। আর এটি করা হয় যাতে সবাই সময়মত বিদ্যুৎ বিল পরিশোধ করে তার তাকীদ হিসাবে। যেকোন বৈধ প্রতিষ্ঠানে দেরীর জন্য এরূপ জরিমানার বিধান করার স্বাধীনতা রয়েছে। এটি শরী‘আতের হালাল-হারাম বিধানের অন্তর্ভুক্ত নয় (শায়েখ বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ দারব ১১/২৯৬)।
প্রশ্নকারী : নাম প্রকাশে অনিচ্ছুক, রাজশাহী।