উত্তর : অন্যের পক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করা এবং এর বিনিময় গ্রহণ করা উভয়টি প্রতারণা ও হারাম। রাসূল (ছাঃ) বলেন, ‘যে আমাদের সাথে প্রতারণা করল, সে আমাদের দলভূক্ত নয়’ (মুসলিম হা/১০১)। রাসূলুল্লাহ (ছাঃ) আরো বলেছেন, ‘আল্লাহ যখন কোন বিষয় হারাম করেন তখন তার পারিশ্রমিকও হারাম করেন’ (আহমাদ হা/২৯৬৪; ছহীহুত তারগীব হা/২৩৫৯)।
প্রশ্নকারী : *কিরণ, টাঙ্গাইল।
[সুন্দর ইসলামী নাম রাখুন (স.স.)]