প্রশ্ন (২৭/১০৭) : আজকাল বিবাহের পূর্বে কমিউনিটি সেন্টার ভাড়া করে গায়ে হলুদের নামে জমকালো অনুষ্ঠান করা হচ্ছে। সেখানে উভয়পক্ষ এক অপরকে হলুদ মাখাচ্ছে। প্রশ্ন হ’ল এ ধরনের অনুষ্ঠান করা কি শরী‘আতসম্মত?
693 বার পঠিত
উত্তর : উক্ত অনুষ্ঠান শরী‘আত সম্মত নয়। এগুলো সব কুসংস্কার ও বিজাতীয় সংস্কৃতি। এগুলো বর্জন করা আবশ্যক (আবুদাঊদ হা/৪০৩১)। তবে বর-কনে চাইলে নিজেরা হলুদ মাখতে পারে (বুখারী হা/২০৪৮, মুসলিম হা/১৪২৭, মিশকাত হা/৩২১০ ‘ওয়ালীমা’ অনুচ্ছেদ)।