উত্তরঃ
প্রশ্নে বর্ণিত শর্তে বিবাহ করতে পারবে না। এরূপ মেয়াদ ও চুক্তিভিত্তিক
শর্তে বিয়ে করা হারাম। একে ‘নেকাহে মুৎ‘আহ’ বা ঠিকা বিবাহ বলা হয়।
রাসূলুল্লাহ (ছাঃ) একে চিরতরে নিষিদ্ধ করেছেন (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৩১৪৭)।
রবী‘ ইবনু সাবরাহ আল-জুহানী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ছাঃ) মুত‘আ বিবাহ
নিষিদ্ধ করেছেন এবং তিনি বলেছেন, সাবধান! আজকের দিন থেকে ক্বিয়ামত পর্যন্ত
এটা হারাম করা হ’ল’ (মুসলিম হা/৩৪৩০)। মেয়ের পিতা বা প্রকৃত অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করাও হারাম। এরূপ কেউ করলে তা ব্যভিচার হিসাবে গণ্য হবে (তিরমিযী, আবুদাঊদ, ইবনু মাজাহ, মিশকাত হা/৩১৩১)।