উত্তর : এসব দিবস পালন বিজাতীয় অপসংস্কৃতির অনুকরণ মাত্র। যা নিষিদ্ধ (আবুদাঊদ হা/৪০৩১; তিরমিযী হা/২৬৯৫; সিলসিলা ছহীহাহ হা/২১৯৪)। তাই এসকল অনুষ্ঠানে অংশগ্রহণ করা বা তাদের প্রদত্ত খাবার খাওয়া অন্যায়কর্মে সহযোগিতার শামিল। যা থেকে আল্লাহ নিষেধ করেছেন (মায়েদা ৫/২)।
বাধ্যগত অবস্থায় উক্ত খাদ্য গ্রহণ করতে হ’লে তা নেকীর আশা ছাড়াই
গরীব-মিসকীনদের মাঝে বিতরণ করে দিতে হবে অথবা পশু-পক্ষীদের খাইয়ে দিতে হবে।