প্রশ্ন (১৩/৯৩) : অনেকে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে প্রশাসনকে ফাঁকি দিয়ে কারেন্ট জাল ব্যবহার করছে। এ ধরনের বেআইনী ব্যবসা ও উপার্জিত অর্থ বৈধ হবে কি?
371 বার পঠিত
উত্তর : সরকারের কোন আইন ইসলামী আইন বিরোধী না হ’লে এবং জনকল্যাণকর হ’লে সে আইন মেনে চলা ওয়াজিব (আবুদাঊদ হা/২৬২৬; তিরমিযী হা/৩৭০৭)। অতএব উক্ত ধোঁকাবাজির ব্যবসা ও তার উপার্জিত অর্থ বৈধ হবে না।