উত্তর : বিশ্বস্ত বিশেষজ্ঞ চিকিৎসক জন্মদাত্রী মায়ের সামগ্রিক কল্যাণে স্থায়ী পদ্ধতি গ্রহণের নির্দেশনা দিলে তা গ্রহণে দোষ নেই। কারণ জীবিত ব্যক্তির জীবনের নিরাপত্তা ভবিষ্যতে অনাগত সন্তানের জীবনের চেয়ে অধিক গুরুত্বপূর্ণ (বিন বায, ফাতাওয়া নূরুন আলাদ-দারব ২১/৩৮৯; ফাতাওয়াল মারাতিল মুসলিমা ৫/১২৭, ৫/৯৭৮)।
প্রশ্নকারী : রূহুল কুদ্দূস, মুগদা, ঢাকা।