উত্তর :
ইয়াহূদী-নাছারাদের অধীনে চাকুরী করা যাবে, যদি কর্মটি হারামের সাথে
সম্পৃক্ত না হয় এবং ইবাদতে কোন প্রকার বিঘ্ন না ঘটে। কারণ আলী (রাঃ), কা‘ব
বিন ঊজরা (রাঃ) প্রমুখ ছাহাবীগণ খেজুরের বিনিময়ে ইয়াহূদীদের অধীনে পানি
উত্তোলনের কাজ করেছেন (ছহীহ আত-তারগীব হা/৩২৭১; বায়হাক্বী, সুনানুল কুবরা হা/১১৪৩০)। উপরোক্ত শর্ত বিদ্যমান থাকলে অমুসলিম রাষ্ট্রে গিয়েও উপার্জন করা যাবে।