স্বদেশ

যুক্তরাজ্যে বাংলাদেশী ছাত্রের বিরল সম্মাননা

যুক্তরাজ্যের মাটি কাঁপিয়ে এভারেস্ট বিজয়ী তিন রত্নের মতো বাংলাদেশের জন্য আরও একটি বিরল সম্মান বয়ে এনেছে হবিগঞ্জের দক্ষ এক প্রশাসনিক কর্মকর্তার সন্তান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিবিএ ১ম বর্ষের ছাত্র মাশাহেদ হাসান সীমান্ত। অক্সফোর্ড ইউনিয়নের উদ্যোগে গত ৮-৯ নভেম্বর বিশ্বের ১২৫টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত যুক্তরাজ্যে অত্যন্ত সম্মানজনক ও মর্যাদামন্ডিত আন্তঃবিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বিচারকদের একটি প্যানেলের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করে সীমান্ত। অপরদিকে ক্যামব্রিজ ইউনিয়নের উদ্যোগে গত ১৫-১৮ নভেম্বর পর্যন্ত বিশ্বের আরেকটি বিখ্যাত বিশ্বববিদ্যালয় ক্যামব্রিজে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায়ও বিচারক হিসাবে সে দায়িত্ব পালন করে।

বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয় ও জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায়ও একাধিক বির্তকে শ্রেষ্ঠ বক্তা, বক্তৃতায় চ্যাম্পিয়ন হওয়া ও স্বর্ণপদক লাভসহ নানা সম্মানে ভূষিত হয়ে সীমান্ত এক অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। এরই মধ্যে সে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিতর্ক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করারও সুযোগ পেয়ে যায়। সেই সুবাদেই সীমান্তকে লন্ডনের অক্সফোর্ড ও ক্যামব্রিজে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হয়ে দেশের জন্য আরও একটি বিরল সম্মান বয়ে আনার সুযোগ পায়।

ওয়ালটন তৈরি করছে বিশ্বমানের মোল্ড ও ডাই

ওয়ালটন বাংলাদেশেই তৈরি করছে বিশ্বমানের মোল্ড ও ডাই। বিভিন্ন মেকানিক্যাল প্রোডাক্টের পাশাপাশি ফ্রিজ, টিভি ও মোটরসাইকেল তৈরিতে এই মোল্ড ও ডাইয়ের প্রয়োজন হয়। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ বছরে তৈরি করছে ১০০ কোটি টাকা মূল্যের মোল্ড ও ডাই। দেশের চাহিদা মিটিয়েও এসব মোল্ড ও ডাই বিদেশে রপ্তানির বিশাল সম্ভাবনা রয়েছে। কোম্পানী সূত্রে জানা গেছে, গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজে রেফ্রিজারেটর, টেলিভিশন ও মোটরসাইকেল উৎপাদন শুরু হয় ২০০৮ সালে। শুরুর দিকে মোল্ড ও ডাই আমদানী করতে হ’ত। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হ’ত। আবার অর্ডার দেওয়ার পর সরবরাহ পেতে লেগে যেত ছয়মাসেরও অধিক সময়। ফলে স্বাভাবিক উৎপাদন ব্যাহত হ’ত।

এ অবস্থায় স্বতন্ত্র একটি বিভাগের আওতায় ওয়ালটন মোল্ড ও ডাই উৎপাদন শুরু করে। এখানে বছরে ১৩০ থেকে ১৮০টি মোল্ড তৈরী হচ্ছে। একই কারখানাতে তৈরি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টির বেশি ডাই। এখান থেকে এপর্যন্ত ৬ শতাধিক মোল্ড এবং দুই হাযারের বেশি ডাই তৈরী হয়েছে। এসব মোল্ড দক্ষতা ও শতভাগ কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। দেশেই এসব যন্ত্রাংশ তৈরীর ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। উল্লেখ্য, একসেট নতুন মোল্ড আমদানীতে খরচ পড়ে প্রায় ১০০ কোটি টাকা। ফ্রিজের একসেট নতুন মোল্ডের সাহায্যে ৫ লাখ ইউনিট পণ্য উৎপাদন সম্ভব। একইভাবে একসেট ডাইয়ের সাহায্যে তিন লাখ মোটর সাইকেল উৎপাদন করা যায়।

বিশ্ব হিফযুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে মক্কায় গেছেন অন্ধ হাফেয তানভীর হুসাইন

১৭৩টি দেশের প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে রাজধানীর যাত্রাবাড়ীর মারকাযুত তাহফীয ইন্টারন্যাশনালের অন্ধ হাফেয তানভীর হুসাইন ও সা‘আদ সুরাইল। প্রতিযোগিতায় অংশ নিতে সারা দেশ থেকে বাছাই পরীক্ষার চূড়ান্ত পর্বে তারা নিজ নিজ গ্রুপে ১ম স্থান লাভ করে। অতঃপর গত ২৭ নভেম্বর তারা উস্তাদসহ সঊদী আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে। উল্লেখ্য, এ বছর আলজেরিয়ায় ৬০টি দেশের প্রতিযোগীকে নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় এ মাদরাসারই ছাত্র হাফেয মুহিউদ্দীন দ্বিতীয় স্থান অর্জন করে।

দেশে আর্সেনিক আক্রান্ত রোগী ৫৬ হাযার

দেশের ৬৪টি জেলার মধ্যে ৬১টি জেলায় মাটির নীচে পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক রয়েছে। ভবিষ্যতে আর্সেনিক জনিত স্বাস্থ্য সমস্যার ঝুঁকিতে রয়েছে সাড়ে ৩ কোটি থেকে ৭ কোটি মানুষ। দেশী ও আন্তর্জাতিক সংস্থার সর্বশেষ জরিপে দেশে ৫৬ হাযার ৭৫৮ জন আর্সেনিক আক্রান্ত রোগী চিহ্নিত করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরও বেশী। বিশেষজ্ঞদের মতে, আর্সেনিকে ত্বকে কালো-সাদা দাগ, বৃষ্টির ফোঁটার মতো দাগ ও শক্ত অাঁচিলের মতো দাগ থেকে শুরু করে ত্বকের ঘা, গ্যাংগ্রিন এবং ত্বকের ক্যান্সার তৈরি হয়ে থাকে। ত্বক ছাড়াও কিডনী, লিভার, পরিপাকতন্ত্র, ফুসফুস, মূত্রথলী, স্নায়ুতন্ত্র, হৃৎপিন্ডে আর্সেনিকজনিত সমস্যা হ’তে পারে। এ সমস্যা থেকে মুক্তি পেতে প্রথম করণীয় হ’ল আর্সেনিক দূষণমুক্ত পানীয় জলের ব্যবস্থা করা ও তা পান করা।

মালয়েশিয়ায় পাঁচ লাখ শ্রমিক পাঠাবে সরকার

মাত্র ৪০ হাযার টাকা খরচে একজন বাংলাদেশী শ্রমিক মালয়েশিয়া যেতে পারবে। সেখানে তারা মাসে ২৫ হাযার টাকা বেতন পাবেন। এভাবে পাঁচ লাখ শ্রমিককে মালয়েশিয়া পাঠাবে সরকার। এ বিষয়ে মন্ত্রীপরিষদ সচিব বলেন, শ্রমিকরা মালয়েশিয়ায় ৫ বছর থাকতে পারবে। তাদের কর্ম সময় ৮ ঘণ্টা হবে। তাছাড়া সপ্তাহে তারা একদিন ছুটি পাবে। আর আসা-যাওয়ার বিমান ভাড়া দেবে নিয়োগকারী কোম্পানী। তারাই সেখানে ওয়ার্ক পারমিট দেবে, বিমানবন্দরে রিসিভ করবে। ওয়ার্কপারমিট শেষ হওয়ার তিন মাস আগে তা নবায়ন করা যাবে। এছাড়া সেখানে শ্রমিকদের চিকিৎসা সুবিধা ও স্বাস্থ্য বীমা সুবিধা থাকবে বলে জানান সচিব। মালয়েশিয়া যেতে আগ্রহীরা ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্র থেকে ডাটাবেজে নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। তবে এ ক্ষেত্রে যেলা কোটা ও অন্যান্য কোটার প্রতি লক্ষ্য রাখাণ হবে।

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় এবারও বাংলাদেশ ১৩ নম্বরে

টিআইবি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় গত বছরের ন্যায় এবারও বাংলাদেশের অবস্থান ১৩। কিন্তু গত বছর বিশ্বের ১৮৩টি দেশের মধ্যে দুর্নীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের সূচক ধরা হয়েছিল ১২০ নম্বরে। আর এবার, ১৭৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৪তম। তাই সার্বিক বিবেচনায় বাংলাদেশে দুর্নীতি গত বছরের তুলনায় বেড়েছে এবং আদতে বাংলাদেশ আরো ২৪ ধাপ পিছিয়েছে। এবারের রিপোর্টে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড এবং নিউজিল্যান্ড। আর সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত আফগানিস্তান, সোমালিয়া ও কোরিয়া।

বিদেশ

সবচেয়ে দীর্ঘাঙ্গী নারী ও প্রবীণতম ব্যক্তির মৃত্যু

বিশ্বের সবচেয়ে দীর্ঘকায় নারী চীনের ইয়াও দেফেন ও প্রবীণতম ব্যক্তি যুক্তরাষ্ট্রের নারী বেস কুপার মারা গেছেন। মৃত্যুর সময় চীনের পূর্বাঞ্চলীয় অ্যানহুই প্রদেশের সুচা এলাকার বসাবসকারী ইয়াওয়ের বয়স হয়েছিল ৪০ বছর। ইয়াও ২০১০ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে দীর্ঘতম নারীর স্থান লাভ করেন। এদিকে বিশ্বের প্রবীণতম ব্যক্তি বেস কুপার জর্জিয়ার আটলান্টার একটি চিকিৎসাকেন্দ্রে মারা যান। তার বয়স হয়েছিল ১১৬ বছর। বেসের মৃত্যুর পর বর্তমানে বিশ্বের প্রবীণতম ব্যক্তি আইওয়া অঙ্গরাজ্যের ১১৫ বছর বয়সী নারী দিনা ম্যানফ্রেদিনি।

শি জিনপিং চীনের নতুন নেতা

চীনের নতুন প্রেসিডেন্ট, ক্ষমতাসীন ‘সিপিসি’র সর্বোচ্চ নেতা এবং শক্তিশালী সামরিক বাহিনীর প্রধান হিসাবে সাবেক ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং নির্বাচিত হয়েছেন। গত ১৪ নভেম্বর দলের ১৮তম সম্মেলনে কেন্দ্রীয় কমিটি পলিটব্যুরো, পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি ও দলের সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করে। উপপ্রধান ও প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচন করা হয় লি কেকিয়াংকে। উভয়ে আগামী মার্চে তাঁদের দায়িত্ব গ্রহণ করবেন।

নব নির্বাচিত প্রেসিডেন্ট সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওয়ের সপ্রশংসা শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বেচ্ছায় সকল শীর্ষপদ থেকে অবসর নেওয়ার মাধ্যমে তিনি দেশ, পার্টি ও সেনাবাহিনীর প্রতি গভীর বিবেচনাবোধের পরিচয় দিয়েছেন, যার মাধ্যমে একজন মহৎ ও আদর্শস্থানীয় রাষ্ট্রনেতা হিসাবে তার দূরদর্শিতাও প্রকাশ পেয়েছে। 

দীর্ঘ ৩ দশক যাবৎ ধাপে ধাপে দলের শীর্ষে নেতৃত্বে উঠে আসা সম্ভ্রান্ত ও শিক্ষিত রাজনৈতিক পরিবারের সদস্য ৫৯ বছর বয়সী শি’র পিতাও ছিলেন সিপিসি’র একজন শীর্ষস্থানীয় ত্যাগী নেতা। উল্লেখ্য যে, প্রতি দশ বছর পর পর চীনে নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য এ সম্মেলন আয়োজিত হয়। এখানে প্রায় ২৩শ দলীয় প্রতিনিধি গোপন ব্যালটে ভোট দিয়ে ২০৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করেন। এই কমিটিই ২৪ সদস্যবিশিষ্ট পলিটব্যুরো, ৭ সদস্য বিশিষ্ট পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটি, দলীয় প্রধান ও রাষ্ট্রপ্রধান নির্বাচন করে।

যুক্তরাষ্ট্রে জন্মহার সর্বনিম্ন পর্যায়ে

যুক্তরাষ্ট্রের জন্মহার গত ৯২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। অর্থনৈতিক মন্দা, অভিবাসী ও হিস্প্যানিক নারীদের পারিবারিক সম্পত্তি হারানোর আশঙ্কা এ ক্ষেত্রে প্রভাব ফেলছে বলে মনে করা হচ্ছে। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘পিউ রিসার্চ সেন্টার’ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, কেবল ২০০৭ থেকে ২০১০ সাল পর্যন্ত জন্মহার কমেছে ৮%। বর্তমানে যুক্তরাষ্ট্রে সন্তান ধারণে সক্ষম প্রতি এক হাযার নারীর মধ্যে সন্তান জন্ম দিচ্ছেন ৬৩.২ জন। ১৯৫৭ সালে এ হার ছিল ১২২.৭ জন।

বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি পেয়েছেন উরুগুয়ের রাষ্ট্রপ্রধান হোসে মুজিকা। অনাড়ম্বর জীবনধারার এ রাষ্ট্রনায়ক তাঁর বেতনের (১২ হাযার মার্কিন ডলার) বেশীর ভাগই দুস্থদের মধ্যে দান করে দেন। স্ত্রীর একটি খামারবাড়ি, নিরাপত্তার জন্য দু’জন পুলিশ কর্মকর্তা ও তিনপেয়ে একটি কুকুর তার সম্বল। প্রকৃতিপ্রেমী প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী নিজ খামারে চাষ করেছেন হরেক রকমের ফুল। তিনি সম্পদের বিবরণীতে তাঁর নিজস্ব সম্পদ দেখান ১৮০০ মার্কিন ডলার। মুজিকা বলেন, ‘আমাকে বলা হয়, দরিদ্রতম প্রেসিডেন্ট। কিন্তু আমি তা মনে করি না। বরং দরিদ্র হ’লেন তাঁরাই, যারা ভোগবিলাসের জন্য কাজ করেন এবং সবসময়ই বলে বেড়ান ‘আরও চাই, আরও চাই’। তিনি আরও বলেন, ‘এটা ইচ্ছার ব্যাপার। আপনার অনেক সম্পদ না থাকলে তা রক্ষার জন্য আপনাকে জীবনভর ক্রীতদাসের মতো খাটতে হবে না। ফলে আপনি প্রচুর সময় পাবেন।’ গেরিলা বাহিনীর সাবেক সক্রিয় সদস্য মুজিকা জীবনে ছয়বার গুলিবিদ্ধ হন। ১৪ বছর কাটান কারাগারে। ১৯৮৫ সালে উরুগুয়ে গণতন্ত্র ফিরে এলে মুজিকার কারাজীবনের অবসান ঘটে। তবে দীর্ঘ এ কারাজীবনের অভিজ্ঞতাই তাঁর জীবনদর্শন পাল্টে দেয়।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থায় প্রথম মুসলিম প্রধান

ভারতের কেন্দ্রীয় আন্তঃগোয়েন্দা সংস্থা (আইবি)-এর ইতিহাসে প্রথমবারের মতো একজন মুসলমান সংস্থাটির প্রধান হ’তে চলেছেন। চলতি মাসে আইবি’র পরিচালক হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ১৯৭৭ ব্যাচের আইপিএস (ইন্ডিয়ান পুলিশ সার্ভিস) অফিসার সৈয়দ আসিফ ইব্রাহীম। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার মতো স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে একজন মুসলমানকে নিয়োগ দেয়ায় দেশটিতে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এছাড়া সৈয়দ আসিফ ইব্রাহীমকে নিয়োগ দেয়া হচ্ছে প্রতিষ্ঠানটির চারজন বর্তমান সিনিয়র অফিসারকে টপকে, যারা তার চেয়ে বড় পদমর্যাদায় অধিষ্ঠিত আছেন। এই পদে নিয়োগ চূড়ান্ত হবার আগে সৈয়দ ইব্রাহীম আইবিতে স্পেশাল ডিরেক্টর হিসাবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটিতে তার চাকুরীর অভিজ্ঞতা প্রায় ২০ বছর। সৈয়দ ইব্রাহীম ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

জর্দা ও পান মশলা নিষিদ্ধ করতে যাচ্ছে ভারত সরকার

ভারত সরকার জর্দা, পান মসলা এবং গুটখা নামে পরিচিত তামাকজাত পণ্যের ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিয়েছে। পানের সঙ্গে তামাক থেকে তৈরি জর্দা ও নানা ক্ষতিকারক রাসায়নিক উপাদানে তৈরি পান মসলার ব্যবহারসহ ভারতে গুটখা খাওয়ার ব্যাপক প্রচলন রয়েছে। সেখানে প্রতি তিন জনের একজন গুটখায় আসক্ত এবং প্রতি বছর দেশটিতে ৮০ হাযার মানুষের মুখের ক্যান্সার দেখা দেয়ার জন্য এ অভ্যাসকে দায়ী করা হয়। এছাড়া খাদ্যনালী, পাকস্থলী ও মুত্রথলিতে ক্যান্সারের ক্ষেত্রে এসবের বিশেষ ভূমিকা রয়েছে বলে মনে করা হয়।

রোহিঙ্গাদের সমাজভুক্ত করতে ওবামার আহবান

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রোহিঙ্গা মুসলমানদের রাষ্ট্রীয়ভাবে মূল সমাজে অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহবান জানিয়েছেন। গত ২৯ নভেম্বর মিয়ানমার সফরকালে এ আহবান জানিয়ে তিনি বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের মুসলমানদের ওপর উৎপীড়ন চালানোর কোন অজুহাত থাকতে পারে না। যেকোন মূল্যে সেখানে চলমান সহিংসতা বন্ধ করতে হবে। তিনি বলেন, আপনার এবং আমার যে রকম আত্মসম্মান আছে; ঠিক একইভাবে রোহিঙ্গাদেরও আত্মসম্মান আছে।’ তিনি বলেন, মিয়ানমারের উচিত রোহিঙ্গাদের সামাজিকভাবে মেনে নেওয়া। উল্লেখ্য যে, রোহিঙ্গা মুসলমানদের মিয়ানমার সরকার সে দেশের নাগরিক হিসাবে মনে করে না।






আরও
আরও
.