প্রশ্ন (১৪/১৭৪) : আমরা দুইভাই নওমুসলিম। আমি নিঃসন্তান। আমার মৃত্যুর পর রেখে যাওয়া সম্পদে স্ত্রী, ভাই, মা ও বোনদ্বয় অংশ পাবে কি?
384 বার পঠিত
উত্তর : তারা সবাই অমুসলিম হ’লে কেউ ওয়ারিছ হবে না (বুখারী, মুসলিম; মিশকাত হা/৩০৪৩)।
আর যদি মুসলিম হয়, তাহ’লে আপনার মোট সম্পদকে ২৪ দিয়ে ভাগ করে ৬ ভাগ পাবে
স্ত্রী, মা ৪ ভাগ এবং বাকী ১৪ থেকে ভাই পাবে ৭ ভাগ আর দু’বোন সাড়ে তিন করে ৭
ভাগ পাবে।