উত্তর : উক্ত মর্মে বর্ণিত ঘটনাটি ভিত্তিহীন (ফাতাওয়া লাজনা দায়েমাহ ৭/৬-৭; মির‘আত ৩/২৩৩)। কিছু তাফসীর, হাদীছের ব্যাখ্যা গ্রন্থ ও ছূফীদের কিছু গ্রন্থে সূরা ইয়াসীনের ৫৮ আয়াতের তাফসীরে এ ধরনের ঘটনা সনদবিহীনভাবে বর্ণনা করা হয়েছে (তাফসীর রূহুল মা‘আনী, সূরা আন‘আম ৫৪ আয়াতের তাফসীর দ্রষ্টব্য; মিরকাত ২/৭৩২; ‘আইনী, শরহ আবূদাঊদ ৪/২৩৮)। সুতরাং এই ঘটনা গ্রহণযোগ্য নয়।
-ইকরামুল হক, তালাইমারী, রাজশাহী।