উত্তর : বসে পেশাব করাই শরী‘আতের বিধান। একান্ত অসুবিধায় দাঁড়িয়ে পেশাব করা যায়। তবে যেন পেশাবের ছিটা দেহে না লাগে (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৩৮) এবং নির্লজ্জতা প্রকাশ না পায় (বুখারী, মুসলিম, মিশকাত হা/৫)।
হুযায়ফা (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) একদা একটি গোত্রের
ডাষ্টবিনে দাঁড়িয়ে পেশাব করেছিলেন বলা হয়েছে যে, সেটি ছিল ওযর বশতঃ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৩৬৪ ‘পবিত্রতা’ অধ্যায়)।