উত্তর :
এরূপ মসজিদে ছালাত আদায় করা শরী‘আতসম্মত হবে না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,
‘যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি (টাঙানো) থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ
করে না’ (বুখারী হা/৩২২৫, মুসলিম হা/২১০৬, মিশকাত হা/৪৪৮৯)। এছাড়া মুছল্লীকে অমনোযোগী করতে পারে, এরূপ কোন বস্ত্তও মুছল্লীর সম্মুখে রাখা নিষেধ (মুত্তাফাক্ব আলাইহ, মিশকাত হা/৭৫৭; আবুদাঊদ হা/২০৩০; ছহীহুল জামে‘ হা/২৫০৪)। সুতরাং এরূপ মসজিদে ছালাত আদায় থেকে বিরত থাকতে হবে। এমতাবস্থায় উক্ত টাইল্সগুলি ঢেকে দিতে হবে অথবা পরিবর্তন করতে হবে।